অসাধারন কৌতুক
এস,এস,সি ২০১৭ ফলাফলের হার
** এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ।
** এসএসসিতে এবার গড় পাশের হার ৮০ দশমিক ৩৫।
** গত বছরের তুলনায় পাশের হার কমেছে ৭ দশমিক ৯৪।
** এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৮১ জন।
** ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার শূন্য দশমিক ৮৫ বেশি।
** খাতা মূল্যায়নের নতুন পদ্ধতি সময়োপযোগী: প্রধানমন্ত্রী।
** খাতা মূল্যায়নের নতুন পদ্ধতি ফলে প্রভাব ফেলেছে: শিক্ষামন্ত্রী।
** দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৮৩ দশমিক ৯৮।
** কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৫৯ দশমিক ০৩।
** জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৪৫০ জন।
** সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ৮০ দশমিক ২৬।
** সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৬৬৩ জন।
** চট্টগ্রাম বোর্ডের পাশের হার ৮৩ দশমিক ৯৯।
রেজাল্ট পেতে এখানে ক্লিক করুন
★★★SSC Result 2017★★★
মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার এবার পাসের হার ৮০ দশমিক ৩ শতাংশ।জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭’শ ৬১ জন।
বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ হস্তান্তর করেন। এ সময় এ তথ্য জানা যায়।
এদিকে ২০১৭ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ ০৪ মে (বৃহস্পতিবার) দুপুর ২ টায় সারা দেশে একযোগে প্রকাশ করা হবে।
দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
প্রকাশ হওয়ার পর এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফল ২০১৭ অনলাইনে
সততা ড্যান্স একাডেমীর ওয়েব থেকেও দেখা যাবে। তাই ২০১৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সংক্রান্ত সর্বশেষ সব তথ্য জানতে নিয়মিত চোখ রাখুন এখানটা ‘তে।
অনলাইনে এসএসসি / সমমান পরীক্ষার ফলাফল ২০১৭ দেখা যাবে এখানে
Ministry of Educat
Intermediate and Boards Banglades
Examination :
Year :
Board :
Roll :
Reg: No :
7 + 9 =
SSC/Dakhil/Eq
আবার দেখুন
মোবাইল থেকে ফলাফল দেখতে সমস্যা হলে এই লিঙ্কে ক্লিক করুন ।
বিভিন্ন বোর্ডের গ্রেডশীটসহ এসএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে নিচের লিঙ্ক থেকেঃ
সকল বোর্ডের গ্রেডশীটসহ এসএসসি পরীক্ষার ফলাফল ২০১৭ দেখতে এখানে ক্লিক করুন
মোবাইল এসএমএস এর মাধমে এস এস সি ফলাফল ২০১৭ দেখা যাবে যেভাবেঃ
SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর
এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ
SSC RAJ 123456 2017 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ
Dakhil<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর
এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ
Dakhil MAD 123456 2017 পাঠিয়ে দিন
16222 নম্বরে।
এসএসসি ভোকেশনালের জন্যঃ
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর
পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ
SSC Tec 123456 2017 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
এসএসসি পরীক্ষা 2017 এর তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২ মার্চ শেষ হয়। আর ০৪-১১ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় গত কয়েক বছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। যার ধারাবাহিকতায় এবারো ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
এসএসসি পরীক্ষার ফলাফল পরিসংখ্যানঃ
এবার উক্ত পরীক্ষায় ২৮ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজার ২৩৬টি কেন্দ্রে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা নয় লাখ ১০ হাজার ৫০১ জন এবং ছাত্রী আট লাখ ৭৬ হাজার ১১২ জন।
আটটি সাধারণ বোর্ডে এসএসসিতে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন। এরমধ্যে ছাত্র সাত লাখ দুই হাজার ২৯৯ জন এবং ছাত্রীর সংখ্যা সাত লাখ ২৩ হাজার ৬০১ জন।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী দুই লাখ ৫৬ হাজার ৫০১ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) এক লাখ চার হাজার ২১২ জন পরীক্ষার্থী অংশ নেন।
গতবারের (২০১৬ সালের) এসএসসি সমমান পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানঃ
গতবার মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার গড় পাসের হার ছিলো ৮৮ দশমিক ২৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছিলো ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। ২০১৫ সালে মোট জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন। ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালে জিপিএ-৫ দুই হাজার ১৪০ জন কম পায়।
২০১৬ সালে সারাদেশে এসএসসিতে পাসের হার ছিলো ৮৮.৭০ শতাংশ, মাদরাসা ৮৮.২২ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হারছিলো ৮৩.১১ শতাংশ।
ইস্কাপনের বিবি
click hear for see
★★★শুভ নববর্ষ ★★★
Like us on -
Facebook
জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা
আজ এই মনোমুগ্ধকর সন্ধ্যায় আপনি আসছেন তো।
contact with us-
Facebook
★★★LIFE★★★
জীবনের পুরো সময়টা কি করা হয় সেটি কি জানেন? মনে হয় জানেন যদি ভুলে যান একটু দেখে নেবেন।[CLICK ME FOR SEE]
---শালী দুলাভাই---
শালীদের নিয়ে দুলা ভাই কি করে না জানা থাকলে জেনে নিন।জানতে
(এখানে ক্লিক করুন)
©©©পাগলের ড্যান্স©©©
পাগলের ড্যান্স কি ভাবছেন তো দেখে নিন বুঝবেন। দেখতে নিচে ক্লিক করুন------
®®®click hear®®®
###ডিজিটাল ড্যান্স###
ডিজিটাল মেয়েরা কেমনে সুন্দরি হয় আপনাদের ধারনা আছে?যদি না থাকে নিচে ক্লিক করুন→
♠♠♠Click hear ♠♠♠
★★★কুতকুতি মাইয়া★★★
কিভাবে প্রেমের কুতকুত খেললো কুতকুতি মাইয়ারা।না দেখলে ধারনা ও করতে পারবেন না কেমনে কুতকুত খেলে! দেখতে চান?
♦♦♦এখানে ক্লিক করুন♦♦♦
এই আমাদের দেশের অসাধারন ড্যান্স
দেশর গানে সততা ড্যান্স একাডেমী যে অসাধারন ড্যান্স দিয়েছে তা দেখতে নিচে ক্লিক করুন-
→→→ Click heare←←←
★★★পাগলী★★★
পাগলিটাও মা হয়েছে
তবে বাবা হয়নি কেউ,
পাগলি বলে যায়নি ছেড়ে
প্রসব ব্যাথার ঢেউ।
.
পাগলিও যে নারি শরীর
বয়ে বেড়ায় তার,
ছেড়ে যায়নি মাসিক নামের
ব্যাথার অনাচার!
.
রাস্তায় ঘুরে কাটে দিন আর
রাস্তায় কাটে রাত,
পাগলি বলে স্বামী হয়নি
পায়নি সংসার স্বাদ!
.
কিভাবে সে মা হয় তবে
গর্ভে লয় সন্তান?
নাকি আবার জন্ম নিলো
যিশু ভগবান!!
.
পাগলি ও কি করেছিল
যৌন আহবান,
নাকি রাতের বেলা বেইশ্যা হয়ে
করল শরীর দান!
.
দশ মাসেতে পাগলি ছিল
কত বেদনায়,
পেট বেড়েছে পোঁয়াতি সে
কিসের তাড়নায়!!
.
ক্ষুধায় খেল আবর্জনা
কখনো না খেয়ে,
বাচ্চা পেটে ছোটাছুটি
কে দেখেছে চেয়ে!!
Click me
.
বাচ্চা মারে পেটে লাতি
মানুষ মারে পিঠে,
হাতুড়িতে আঘাত হানে
ফাটল ধরা ইটে!!
.
ব্যাথায় যদি খুঁকড়েছিল
কে দেখে বল কাকে,
হাউ মাউ করে কেঁদেও সে
পায়নি সাড়া ডাকে!!
.
সেইতো বুঝে প্রসব ব্যাথা
যে হয়েছে মা,
পাগলিটাও মা হয়েছে
বাপটা কেউনা!!
.
গাছ ফেটে যে গাছ বেড়োলো
কে লুকিয়েছে বীজ.
মেয়ে শরীর পেয়ে রাতে
কে ঢেলেছে বিষ??
.
জন্ম নিল যে শিশুটি
কাকে ডাকবে বাপ.
অবৈধ বলবে সবাই যারে
যে সমাজের পাপ!!
.
পাগলি বলে দমকে বলি
এখান থেকে ফুট,
রাতের বেলা পাগলির শরীর
করে এলাম লুট!!
.
দশটা মাসে কি খেয়েছে
রক্ত গেল কত.
কে দেখেছে দশটি মাসে
ব্যাথায় ছিল শত!!
.
কে জানে তার শরীরটাকে
আরো কতবার,
চুষে খেয়ে চিবিয়েছে
কত জানোয়ার!!
.
পুরুষ গেল শরীর খেয়ে
নিয়ে গেল স্বাদ,
কষ্ট পেয়ে মরলো শুধু
পাগলি মায়ের জাত!!
.
# ভিখারিনী_বলে
মায়ের জাতি জন্ম দিয়ে
নিজেই হল কাল,
পাগলিটাও মা হয়েছে
মা হয়েছে মাল!!
.
রাতের বেলা নারীর শরীংর
ভোগ্য পন্যময়,
নিজেকে আজ পুরুষ ভাবতে
বড়ই লজ্জা হয়........!!!
.
.
.
হুমায়ুন আহম্মেদর বিখ্যাত উক্তি
contact with us
click heare
অনন্য অবদান★★★
<শিমুল সম্পর্কে বিস্তারিত জানতে এখানে কিক্ল করুন>
ধন্যবাদ জ্ঞাপন
সততা ড্যান্স একাডেমীর যারা বিরোধীতা করতো তাদের প্রতি লাল সালাম রইলো।
আমাদের সামাজিক মাধ্যমে পেতে নিচের লিংকে ক্লিক করুন
Facebook
Youtube
অসাধারন ড্যান্স
অসাধরন ড্যান্স দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
(এই লিঙ্কে ক্লিক করুন)
যোগাযোগ করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
এখানে ক্লিক করুন









